গুটখা কোম্পানির জন্য বিজ্ঞাপন করে বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। এ সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাসেই মামলা হয়। সম্প্রতি মামলার বাদি কেন্দ্রের প্রতিনিধির কাছে জানতে চেয়েছেন- কী ব্যবস্থা হয়েছে? কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টকে জানানো হয়, ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে এ তিন তারকাকে নোটিশ দেওয়া হয়েছে।
গত বছর পানমশলার বিজ্ঞাপন করায় অক্ষয় বিতর্কের মুখে পড়েন। বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয় তার অনুরাগীদের কাছে। অনুরাগীদের এ অভিনেতা প্রতিশ্রুতি দেন- এমন বিজ্ঞাপনে আমি আর কোনো দিন কাজ করব না। এ বিষয়ে অজয় দেবগন বলেন, আমি এলাচের বিজ্ঞাপন করেছি; বিজ্ঞাপনটা আসলে দোষের কিছু নয়। কোনো বিষয় খারাপ হলে তার বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। শুধু বিজ্ঞাপনের ওপর দোষ চাপানো উচিত নয় বলেই মনে করেন এ অভিনেতা।
এদিকে নতুন করে আরেকটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে। বিজ্ঞাপনে অক্ষয়, অজয়ের পাশাপাশি শাহরুখ খানকে দেখা গেছে। এ সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাসে মামলাটি হয়।
শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাই কোর্টকে আরও জানানো হয়, একই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। তাই এলাহাবাদ হাইকোর্টের মামলাটি যেন খারিজ করা হয়।
বিডি/এস/এমকে