নির্বাচনে দরকারি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার,  সেটা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, পুলিশের প্রশিক্ষণ ও সরঞ্জাম সবকিছুই রয়েছে। জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান পুলিশ প্রধান।

বিচ্ছিন্নভাবে থেমে থাকা গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, নাশকতামূলক কার্যক্রম চলছে জানিয়ে আইজিপি বলেন, তবে নাশকতাকারীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আর প্রস্তুতিও আছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলা করে দেশবাসীকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর