বিচারককে জুতা নিক্ষেপকারী বাদির নামে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে আদালতের কার্যক্রম চলাকালে এজলাশে থাকা বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপকারী মিনারা আক্তারের নামে আদালতে মামলা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) ঘটনার পরেই বিচারকের মানহানি আদালত অবমাননার অভিযোগে  মামলাটি করেন সংশ্লিষ্ট আদালতের অফিস সহায়ক তাজুল ইসলাম।

মিনারা আক্তার তার বাবা ইয়াকুব আলী হত্যা মামলার বাদি। সোমবার সকালে এ মামলার ১৬ আসামির জামিন আবেদন মঞ্জুর করার পর তিনি পায়ে থেকে জুতা খুলে বিচারককে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে আদালতে হট্টগোল হওয়ায় পুলিশ তাকে হেফাজতে নেয়।

 এদিকে মামলার পর সন্ধায় মেজবাওয়ানুল করিম বসুনিয়া নামে একজন অ্যাডভোকেট হাজার টাকার বন্ডের (চুক্তি) মাধ্যমে নিজ জিম্মায় মিনারা আক্তারের জামিন আবেদন করেন। পরে জামিন মঞ্জুর করেন আদালত। আইনজীবি মেজবাওয়ানুল করিম বসুনিয়া বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর