সাপাহারে ২শ’ আম গাছের চারা কর্তন

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩

নওগাঁর সাপাহারে দুই বিঘা জমিতে রোপণ করা ২শ’ টি আম গাছের চারা কেটে ফেলা হয়েছে। উপজেলার ওড়নপুর গ্রামে এ ঘটনায় স্থানীয় ১০ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দিয়েছেন চাষী আহছান।

অভিযুক্তরা হলেন, হোসেনডাঙ্গা গ্রামের মৃত আঃ সামাদের ছেলে ইয়াছিন (৫৫) হেফজুর (৫০), বিদ্যানন্দী গ্রামের মৃত আবু বক্কার ছিদ্দিকের ছেলে আব্দুল হক (৫০), হোসেনডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মমিন (৪০), হেজবুর রহমানের ছেলে বেলাল হোসেন (২৭), ইয়াছিনের ছেলে সাগর হোসেন (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মতিন (৪২), ওড়নপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪৩), আনারুল ইসলামের ছেলে সাব্বির আলম (২২) বিদ্যানন্দী গ্রামের আব্দুল হকের ছেলে এনামুল ইসলাম (২৫)

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে চারাগুলো কেটে ফেলা হয়। রোববার সকালে বাগানে পড়ে থাকা চারাগুলো দেখতে পান আহছান নিজেই।  এ দুই বিঘা জমিতে তিনি মোট ৩শ’ পিস আম গাছের চারা রোপণ করেছিলেন।

আহছানের অভিযোগ, অভিযুক্তরা আম গাছগুলো কেটে ফেলেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি তাদের বলতে গেলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে তাকে। তাই বিচার পেতে তিনি আইনের শরণাপন্ন হয়েছেন।

সাপাহার থানার অফিসার ইন-চার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আম গাছ কর্তনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর