রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু ভেবে দেখতে হবে

১৮ মার্চ ২০২১

স্বাধীনতার ৫০ বছরে দেশের রাজনীতিতে অনেক চড়াই-উৎরাই ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এই সময়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়-  এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়। ১০ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
রাষ্ট্রপতি আরও বলেন, কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। পেশার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ও পরিবার-পরিজনের জীবন-জীবিকা নির্বাহ করেন, আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে। রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আসুন নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি।

এমকে


মন্তব্য
জেলার খবর