২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে মোট ২৭০টি যানবাহনে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৬৮টিই বাস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
২৮ অক্টোবরের পর থেকে সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবি আদায়ে দফায় দফায় হরতাল-অবরোধ ডেকে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। হরতাল-অবরোধ চলাকালে, হরতাল-অবরোধের আগের রাতে বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায়।
একাদশ দফায় ডাকা বিএনপির অবরোধ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় শুরু হয়েছে। এর আগের দিন ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকান্ডে ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
বিডি/এন/এমকে