২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ২৭০ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩

২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে মোট ২৭০টি যানবাহনে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৬৮টিই বাস।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

২৮ অক্টোবরের পর থেকে সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবি আদায়ে দফায় দফায় হরতাল-অবরোধ ডেকে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। হরতাল-অবরোধ চলাকালে, হরতাল-অবরোধের আগের রাতে বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায়।

একাদশ দফায় ডাকা বিএনপির অবরোধ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় শুরু হয়েছে। এর আগের দিন ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকান্ডে ৬টি বাস ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর