মন্তব্য
সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দরে গোডাউনে অবৈধভাবে পেঁয়াজ মজুদ রাখার দায়ে এক ব্যবয়াসীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭শ’ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গোডাউন থাকা পেঁয়াজ তাকে ১২ ঘন্টার মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করার পাশাপাশি এ নির্দেশনা দেয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। ওই ব্যবসায়ী হলেন মের্সাস সৃষ্টি ট্রেডিংয়ের মালিক দীপঙ্কর মন্ডল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে ছিলেন জেলা কৃষি বিপণন অধিদফতরের পরিদর্শক পারভেজ শরীফসহ প্রশাসনের বিভিন্ন কর্মকতা।
বিডি/কিশোর কুমার/সি/এমকে