রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিষয়টি রেলবিভাগ জানতে না পারায় ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, মোহনগঞ্জ এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসছিল। গন্তব্য ছিল ঢাকায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী গণমাধ্যমের কাছে বিষযটি নিশ্চিত করছেন। তিনি বলেন, বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর