১০ কিলোমিটার এলাকাজুড়ে আলপনা আঁকার উৎসব

১৮ মার্চ ২০২১

গাইবান্ধা সংবাদদাতা

১০ কিলোমিটার এলাকাজুড়ে আলপনা আঁকার উৎসব শুরু হয়েছে উত্তরের জেলা গাইবান্ধায়।বৃহস্পতিবার (১৮ মার্চ) দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয় গাইবান্ধা-বাদিয়াখালী-ফুলছড়ি সড়কে, আয়োজন করেছে  পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই ব্যতিক্রমী এই আয়োজন। পুসাগ হচ্ছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন।

 

প্রথমদিনে সড়কটির পুলিশ লাইন্সের সামনে থেকে আলপনা অঙ্কনের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। অঙ্কনে অংশ নিচ্ছেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শ্রেণি ও বিশ্ববিদ্যালয় মিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী। সংগঠনটির সভাপতি হোসাইন মোহাম্মদ জিম বলেন,  গাইবান্ধা-বাদিয়াখালী-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার এলাকায় আলপনা আঁকার উৎসব শুরু হয়েছে। চলবে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত। কাজটি সুন্দরভাবে ফুটে তুলতে কাজ করছেন ২৫ জনের বেশি কমাশিয়াল আর্টিস্ট। এই আলপনা অঙ্কন বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজক সংগঠন।

 

 

আর/এমকে

 


মন্তব্য
জেলার খবর