পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আখতারুজ্জামান মিয়াকে মারধর করা হয়েছে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আটোয়ারী উপজেলার রসেয়া দিনমাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ সাঙ্গপাঙ্গ নিয়ে আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ী চালক আবুল হোসেন তাকে মারধর করে।
জানা যায়, বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল এদিন। তাই প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া তার বাড়ি কাটালী এলাকা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রসেয়া দিনমাড়া এলাকায় পৌঁছালে তার পথরোধ করে আবুল হোসেন, আব্বাসসহ কয়েকজন। এরপর তার উপর অতর্কিত হামলা চালায় তারা। অভিযুক্তরা তার কছে থাকা টাকা, মোটরসাইকেল, কাগজপত্র নিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত মেডিকেল অফিসার।
ভুক্তভোগী প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া জানান, গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে তারা। পকেটে পৌনে তিন লাখ টাকা, মোটরসাইকেলমহ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র নিয়ে নেয়।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, নিয়োগ বিষয়ে এলাকার লোকজন তাকে মারপিট করেছে বলে শুনেছি। আমি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। নিয়োগ বিষয়ে সভা হয়েছে। সভাপতির ভাতিজা, প্রধান শিক্ষকের ভাগ্নি, আরেকজন সদস্যের ভাতিজাকে নিয়োগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমরা জমিদাতা ভাতিজার জন্য বলেছিলাম। কিন্তু প্রধান শিক্ষক ১৫ লাখ টাকা চেয়েছেন, আমি ৫ লাখের কথা বলেছি।
আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.তৌহিদুল ইসলাম জানান, সকাল বেলা গাড়ী বের করে আমাকে অফিসে দিয়ে গেছে আবুল হোসেন। পরে কি হয়েছে, বলতে পারবো না। তবে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া জানান, নিয়োগ পরীক্ষা নিয়ে এ ঘটনা। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে