রিজার্ভ এখন থেকে কমবে না, ভালো হবে: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩

মাসে রেমিট্যান্স আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হচ্ছে। এর মধ্যে কিছু খরচ হলেও য়ের চেয়ে ব্যয় কম বে। ফলে এখন থেকে রিজার্ভ কমবে না, ভালো হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে   তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।তিনি বলেন,  বাংলাদেশের জন্য আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার শুক্রবারের মধ্যে যোগ বে ব্যাংকে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে ৬২ কোটি ডলার আসবে। সব মিলিয়ে মাসে ১৩১ কোটি ডলার ( দশমিক ৩১ বিলিয়ন) রিজার্ভে যোগ বে। তবে জানুয়ারিতে এক বিলিয়নের মতো আকুর পেমেন্ট ছে। তারপরও সব মিলিয়ে রিজার্ভ ভালো হবে বলা যায়।

সংবাদ  সম্মেলনে জানানো হয়, এখন হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার আছে গ্রস রিজার্ভ। বিপিএম- অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর