অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তা ঠিকাদারদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আংশিক যথাযথ ঘোষণা করে বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করেন।

রায়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে আদালত বলেছেন, উচ্চপদস্থ কর্মকর্তার সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এ কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত করবে। সেই এর সঙ্গে জড়িত কর্মকর্তাসহ ঠিকাদারদের চিহ্নিতসহ তালিকা করে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। ছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ২০১২ সাল থেকে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা কী পরিমাণ গ্যাস ব্যবহার করেছে, ছয় মাসের মধ্যে তার পরিমাণ অর্থে নির্ধারণ করবে এবং অর্থ সচিবকে ওই অর্থ পাবলিক ডিমান্ড রিকভারী অ্যাক্ট-১৯১৩ এর বিধান অনুসারে অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট হতে অর্থ আদায়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে মামলাটি চলমান হিসেবে রেখেছেন আদালত।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর