পঞ্চগড়ে ছাত্রদলের মশাল মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩

অবরোধ সমর্থনে পঞ্চগড়ে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা । নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে এ মিছিল করেন তারা। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিংপাড়া এলাকা থেকে  শুরু হয়ে ব্যারিস্টার বাজার গিয়ে শেষ হয় মিছিলটি।

পঞ্চগড় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন যুগ্ম সম্পাদক মিশু ইসলাম মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে অন্যান্যদের মধ্যে মকবুলার রহমান সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এখলাছুর রহমান পলাশ   পঞ্চগড় পৌর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শামিম হাসান শাওন প্রমুখ অংশ নেন।

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর