জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে দেশে। নির্বাচন ঘিরে মার্কিন যুক্তরাজ্যের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা, সে বিষয়টাও সামনে এসেছে ইতোমধ্যে। এ অবস্থায় দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে হতাশার খবর দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি মন করছে, এ নির্বাচন জিডিপি প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি। নির্বাচন ঘিরে অনিশ্চয়তায় কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি। তবে হতাশার পাশাপাশি একই সঙ্গে আশা জাগানিয়া খবরও দিয়েছে সংস্থাটি। বলছে,   সময় কমতে পারে মূল্যস্ফীতি।

বুধবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (ডিসেম্বর) প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে বলা হয়েছে, প্রধান রফতানি বাজারে অর্থনৈতিক মন্দা, বিদ্যুৎ জ্বালানির ঘাটতি এবং অব্যাহত উচ্চ মূল্যস্ফীতি। তবে প্রবৃদ্ধির হার কমে কত শতাংশে দাঁড়াতে পারে, সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

প্রতিবেদনে মূল্যস্ফীতি সম্পর্কে বলা হয়েছে, মূল্যষ্ফীতি চলতি অর্থবছরের শেষ দিকে কমতে পারে। অনেক প্রচেষ্টার পর জুলাই-অক্টোবর পর্যন্ত মূল্যষ্ফীতির মাসিক হার ছিল দুই অঙ্কের কাছাকাছি। পরবর্তীতে ক্রমাগত সংকোচনমূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক বিনিময় হার সুরক্ষার ব্যবস্থা নেওয়া এবং বৈশ্বিক পণ্য মূল্য কমায় কমতে শুরু করেছে মূল্যস্ফীতির হার। এটা অব্যাহত থাকবে।

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর