শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩


আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের ইতিহাসে গভীর বেদনার ও শোকের এ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলাদা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

ইতিহাস বলছে, ১৯৭১ সালের এ দিনে আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ের ঊষালগ্নে স্বাধীনতার শত্রুরা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। জাতির মেধাবী সন্তানদের  বাসা থেকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করে তারা।

এ  হত্যাকাণ্ডের দু’দিন পরই পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ করে। 

বিজয়ের দু'দিন আগে  চার দিকে যখন বিজয়ের রব, মুক্ত পরিবেশে মানুষ যখন রাস্তায় বের হয়ে আসতে শুরু করেছে, ঘরে ফিরতে শুরু করেছে, বিজয়কে বরণের আনন্দে দুলছে, ঠিক তখনই বিভিন্ন শ্রেণিপেশার বরেণ্য ব্যক্তিত্ব- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের হত্যা করা হয় বেছে বেছে। এ হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল বাঙালি স্বাধীনতা পেলেও আর কখনো মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে।

বিডি/এন/ এমকে


মন্তব্য
জেলার খবর