মন্তব্য
গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩ ও সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এই সময় তাদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। বুধবার রাতে কোমরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন হাশেম আলী ও সোলায়মান, তাদরে বাড়ি লালমনিরহাট এলাকায়। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-১৩’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ হালিউজ্জামান। তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আর/এমকে