সাতক্ষীরায় হাসপাতালে মারা যাওয়া নিজের স্বামীর লাশ বাড়িতে আনার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান প্রসব করেছেন রহিমা খাতুন নামের এক মহিলা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার স্বামী আলতাফ হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে মারা যায়। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে লাশ নিয়ে ফিরছিলেন স্ত্রীসহ তার স্বজনরা।
আলতাফ হোসেন (৩৪) আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছোট ছেলে। তার স্ত্রী ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।
আলতাফের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দুই সপ্তাহ আগে ইটভাটাতে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
এদিকে আলতাফ হোসেনের লাশ বাড়িতে আনার পথে বুধহাটা এলাকায় অ্যাম্বুলেন্সে থাকা আলতাফ হোসেনের স্ত্রীর প্রসবের বেদনা ওঠে। এ সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, বুধবার দুপুরে আলতাফ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। লাশ বাড়িতে আনার সময়ে লাশবাহী গাড়ির মধ্যে তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারসহ স্বজনরা সবাই শোকাহত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলতাফের পরিবারকে সহযোগিতা করা হবে ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে
কিশোর কুমার,সাতক্ষীরা