গুরুদাসপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ  মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন- যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ, প্রথম আলো প্রতিনিধি আনিসুর রহমান, কালের কন্ঠের আলী আক্কাছ, ভোরের কাগজের মাজেম আলী, প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম প্রমুখ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, অফিসার ইনচার্জ (ওসি) মো.উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, সাংবাদিক প্রশাসন একে অপরের পরিপুরক। সবার সম্মিলিত প্রচেষ্টায় গুরুদাসপুরকে সর্বাধুনিক-সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে সাংবাদিকরাও তাদের পেশাগত দায়িত্ব পালনে নির্বাহী কর্মকর্তার সহযোগিতা প্রত্যাশা করেন।

সালমা আক্তার গুরুদাসপুরে যোগদানের আগে নওগাঁ জেলার পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাকে বদলি করা হয়েছে গুরুদাসপুরে। ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করে তিনি।  সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের স্থলাভিষিক্ত হন এ কর্মকর্তা।

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর