মন্তব্য
১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এ সময়ে এ ধরণের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডি/এন/এমকে