পুলিশ পরিদর্শক-কনস্টেবল মিলে সাড়ে ৬শ‘ পুলিশ বদলি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩

ওসির পরে এবার পুলিশ পরিদর্শক থেকে শুরু করে কনস্টেবল সব মিলিয়ে সাড়ে ছয়শ’ পুলিশকে বদলি পদায়ন করা হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ওসিদের মতোই তাদের বদলির বিষয়ে  সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) ইসি থেকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে সম্মতির কথা জানানো হয়।

বদলি ও পদায়নের এ তালিকায় আছে- নিরস্ত্র পুলিশ পরিদর্শক ২৩ জন, টিএসআই একজন, এসআই নিরস্ত্র ১০, এসআই সশস্ত্র ৪৪, এসআই ২০, সার্জেন্ট একজন, নায়েক সাতজন, এএসআই নিরস্ত্র ১৩, পুলিশ কনস্টেবল ৫২৪ এবং রাজশাহী রেঞ্জের এসআই নিরস্ত্র সাতজন।

গত সোমবার (১১ ডিসেম্বর) দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবেও সম্মতি জানিয়েছে ইসি। এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর