মন্দিরার শরীরচর্চার ভিডিও ভাইরাল!

১৯ মার্চ ২০২১

ভারতের বিনোদন জগতের আলোচিত নাম মন্দিরা বেদী। ৪৮ বছরেও তার যে ফিটনেস লেভেল তাতে হাঁটুর বয়সীদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তিনি। তার শরীর টোনড ও ফিট। দুই সন্তানের মা মন্দিরা সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও দিয়ে আবারও ভার্চুয়ালবাসীদের নতুন করে তাকে নিয়ে ভাবিয়েছেন। 

ভিডিওতে মন্দিরা নিজের বাথটবের সামনে ওয়ার্কআউট করছেন। ভিডিওটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন The Bathtub, the Bikini and the Banging workout!- অর্থাৎ বাথটব, বিকিনি আর দারুণ ওয়ার্কআউট। মন্দিরা সন্তান জন্মের পর দারুণ ডায়েট ও এক্সসারসাইজের সাহায্যে ২২ কিলো ওজন কমিয়েছিলেন। 


মন্তব্য
জেলার খবর