নতুন কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩

২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ ডেকে আসছে বিএনপি। মঙ্গলবার বিরতি রেখে সপ্তাহের বাকি চার কার্যদিবসে প্রায় নিয়মিতই রাজনৈতিক কর্মসূচি রাখছিল তারা। শেষ কার্যদিবসে এসে নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছিল- ডাকা হচ্ছিল হরতাল বা অবরোধ। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার। আগামী সপ্তাহের জন্য এদিন কোনা কর্মসূচির ঘোষণা দেয়নি দলটি।

বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সংশ্লিষ্ট কোনও কর্মসূচি বিএনপি দেবে না বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

সবশেষ তাদের ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধ শেষ হয় গত বুধবার সন্ধ্যায়। সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধ হরতাল ডেকে আসছিল দলটি।

গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল ডেকেছে বিএনপিসহ সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দল। এদিকে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির একটি দল। এদিন বিকালে অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেড় মাসের বেশি সময় হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়া পল্টনের ত্রিসীমায় যেতে পারছেন না দলের নেতারা। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ও নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজয়ের মাসে শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় হবে জনতার- যোগ করেন রিজভী।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর