মন্তব্য
আইএমএফের ফর্মুলা অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে প্রায় দেশে ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। আইএমএফ, এডিবিসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মনে করছেন, রিজার্ভ আর কমবে না।
আইএমএফের ফর্মুলা অনুযায়ী, বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে এটা ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
এদিকে চলতি মাসেই আইএমএফের দেওয়া ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়নসহ বিভিন্ন উৎস থেকে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।
বিডি/ই/এমকে