১৪ দলীয় জোটের শরিকদের আসন চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ১৪ দলীয় জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টিকে (জেপি) মোট  ৭টি আসন ছেড়ে দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

এদিকে কোন কোন আসন ছেড়ে দেওয়া হচ্ছে সেটা জানা যায়নি। কোন দলের কে কোন আসনে ছাড় পাচ্ছে, সেটা দুই একদিনে মধ্যে শরিকদের আনুষ্ঠানিকভাবে জানাবে আওয়ামী লীগ। ছাড় দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের।

প্রাথমিকভাবে জানা গেছে জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি) ১টি আসন ছেড়ে দিচ্ছে ক্ষমতাসীনরা।

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর