ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে  মাঠে নামছে বাংলাদেশের যুবারা। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের নম্বর মাঠে এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। এর আগে গ্রুপ পর্বে হ্যাটট্রিক জয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন রাব্বি-শিবলিরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় জয় পাওয়ায় ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে ভারতের মতো দলের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্র নিয়েই মাঠে নামবে চায় তারা।

ব্যাটিংয়ে টপ অর্ডার খুব একটা ভাবতে হচ্ছ না, কারণ ধারাবাহিক রান পাচ্ছে। আশিকুর রহমান শিবলী দুর্দান্ত ফর্মে আছেন। বোলিংয়েও নিজেদের সামর্থ প্রামণ করেছনে বোলাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য স্কোয়াড- মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন মারুফ মৃধা।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর