মন্তব্য
ক্রিকেটাঙ্গনে দলের মালিক হিসেবে বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে জুহি চাওলা এবং প্রীতি জিন্তার নাম রয়েছে। এবার সেই তালিকায় নাম উঠলো আরেক সপারস্টার অক্ষয় কুমারের নাম।
সম্প্রতি নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ চালু করছে ভারত। সেই লিগে শ্রীনগর দল কিনেছেন অক্ষয়। টি-১০ ফরমেটের এ টুর্নামেন্ট মাঠে গড়াবে মার্চে।
আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। দল কেনার পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন অক্ষয় কুমার। বলেন, এ টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয়। এ অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকতে আমি উন্মুখ।
বিডি/ই/এমকে