চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বোরাকচালক নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩

 

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় রুবেল মোল্লা নামে এক বোরাকের চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা তিনটার দিকে নটাবাড়িয়া হোসেন মেম্বরের মার্কেটের সামনে জারদিসমোড়-ধানকুনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আনুমানিক ২৫-২৮ বয়সী রুবেল মোল্লা নটাবাড়িয়া গ্রামের মজনু মোল্লার ছেলে। ঘরে তার স্ত্রী রয়েছে, বছরখানেক আগে বিয়ে করেন তিনি।

 

প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজের বোরোকে একজন যাত্রী নিয়ে চাটমোহর থেকে বাড়ি ফিরছিলেন রুবেল মোল্লা। পথে নিজের বাড়ির অদুরে নটাবাড়িয়া ব্রীজে ওঠার সময় বোরাকটি হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এতে বোরাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন চালক। সেখানে মাথায় পানি ঢেলে তাকে দ্রুত চাটমোহর সরকারি হাসপাতালে পাঠানো হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বোরাকের যাত্রী একই গ্রামের রবিউল ইসলাম অক্ষত রয়েছেন, আঘাতও লাগেনি তার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর