ডোমার ব্লু স্টার পাবলিক স্কুলের পথ চলা শুরু

নীলফামারী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩

নীলফামারীর ডোমারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু স্টার পাবলিক স্কুল তার পথ চলা শুরু করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে বোড়াগাড়ি ব্রীজ সংলগ্ন ছোটরাউতা এলাকায় অবস্থিত এ স্কুল উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লু স্টার পাবলিক স্কুলের অধ্যক্ষ সুজিৎ তালুকদার। বক্তব্য দেন- ডোমার পৌরসভার মেয়র মনছুরুল হক দানু, ডোমার উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ. আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ, ব্লু স্টার পাবলিক স্কুলের পরিচালক আবু হাতেম আব্দুল মান্নান প্রমুখ।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর