সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক ব্রিফিংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের এ সময় বিএনপি ও টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সমালোচনা করেন। বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস-সহিংসতা বাড়ছে। পাশাপাশি গুজব ভয়ংকরভাবে ছড়িয়ে দিচ্ছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে, একই সুরে কথা বলে তারা। টিআইবি জেনেশুনেই এটা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
টিআইবির কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বুঝায়? ২৮টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে। বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এর অর্থটা কী?
বিডি/আরডি/এমকে