চাচির বয়স ৩০ বছর, আর অষ্টম শ্রেণি পড়ুয়া ভাতিজার বয়স ১৬। স্বামী-সন্তানকে ফেলে এ ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন চাচি। নীলফামারীর উপজেলার ডোমার ইউনিয়নের হুজুরপাড়া এলাকার এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন৷
এলাকাবাসী জানান, হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেন ৮ বছর আগে পারিবারিকভাবে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। এ দম্পতির একটি সন্তানও রয়েছ। এদিকে বেলালের বড় ভাই সলেমানের ছেলে রাকিব ইসলাম ও বৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে পরিবারে সম্পর্কের টানপোড়ন সৃষ্টি হলে বৃষ্টি তার বাবার বাড়িতে চলে যায়। প্রায় একমাস সেখানে থাকার পর পারিবারিকভাবে বিষয় মিমাংসা হয়। কিন্তু হঠাৎ গত মঙ্গলবার তারা নিরুদ্দেশ হয়।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে