শুক্রবার লোহিত সাগরে হাপাগ-লয়েডের একটি জাহাজ হুথিদের হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মারেস্ক। ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর রয়টার্স। ডেনমার্কের সংস্থা মারেস্কটা হচ্ছে জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ এক প্রতিষ্ঠান।
সংস্থাটি বলছে, মারেস্ক জিব্রাল্টার অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এবং আরেকটি কনটেইনারবাহী জাহাজে হামলার পর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মারেস্কের সব জাহাজকে (ইয়েমেনের উপকূলবর্তী) বাব-আল-মান্দাবের দিকে যাত্রা স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জার্মানির কনটেইনার পরিবহন সংস্থা হাপাগ-লয়েড জানিয়েছে, তারা লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালাবে কি না, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ওদিকে একদিনে দুটি জাহাজে হামলার ঘটনায় ইরানপন্থি গোষ্ঠী হুথিরা বিবৃতি দিয়ে জানিয়েছে, এগুলো ইসরায়েলে যাচ্ছিল। তাদের উপকূল দিয়ে ইসরায়েলগামী ছাড়া যে কোনো বন্দরের জাহাজ যেতে পারবে।
মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার প্রতিবাদেই ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা।
বিডি/আই/এমকে