ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছে কাইল জেমিসন। তার জায়গায় যুক্ত করা হয়েছে বেন সিয়ার্সকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকায় টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন জেমিসন। তাকে পর্যবেক্ষণে রাখা হলেও সর্বশেষ ঝুঁকি না নিয়ে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় এনজেডসি।
জেমিসন ও বেন প্রসঙ্গে কিউই কোচ গ্যারি স্টেড বলেন, কাইলকে সতর্ক দৃষ্টিভঙ্গিতে দেখছি আমরা। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে বা দূরে ঠেলে দিতে চাই না। প্রয়োজন হলে সে খেলতে পারে, তবে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। তাই প্রথম ম্যাচে বেনকে ডেকেছি। বেনের সম্পূর্ণ ফিটনেসে দেখে ভালো লাগছে, দলের পরিবেশের সাথেও সে পরিচিত।
সিয়ার্স যুক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানেড সিরিজে নিউজিল্যান্ডের নতুন মুখের সংখ্যা চারজনে দাঁড়ালো। তারা হলেন- অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রউর্ক এবং লেগ স্পিনার আদি অশোক।
বিডি/এস/এমকে