রাজধানী ঢাকায় বিজয় র্যালি করেছে বিএনপি ও তার সহযোগি অঙ্গ সংগঠন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হয়। নাইটিঙ্গেল ও কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে শেষ হয়।
র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ নেতা অংশ নেন।
র্যালিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তাদের হাতে ফেস্টুন, প্লে-কার্ড, পোস্টার, হেডার, বিজয় দিবসের ব্যাজ, লাল-সবুজের পতাকা ছিল।
নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী ও সিইসির পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি, নির্বাচনের তফসিল বাতিল ইস্যূতে স্লোগান দেন।
এদিকে র্যালি ঘিরে নয়াপল্টন এবং এর আশাপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় প্রিজনভ্যান, এপিসি, জলকামাল, রায়টকারসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
বিডি/আরডি/এমকে