মন্তব্য
null
তাপমাত্রা সারা দেশে রাতের সামান্য কমতে পারে, তবে দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এদিকে দেশের ১৭ জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে বিরাজ করেছে। তামপাত্রা, আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে তেঁতুলিয়ায়। এ ছাড়া শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪, রাজারহাটে ১১ দশমিক ৫, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, সৈয়দপুর, বদলগাছী ও ঈশ্বরদীতে ১২, দিনাজপুরে ১২ দশমিক ২, যশোর, কুমিল্লা, ডিমলা ও রাজশাহীতে ১২ দশমিক ৫, ফেনীতে ১২ দশমিক ৬ গোপালগঞ্জ ১২ দশমিক ৪, বরিশাল ও নিকলিতে ১২ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড হয়েছে।
বিডি/এন/এমকে