সব আসনেই ক্ষমতাসীনদের সঙ্গে লড়বে জাপা: চুন্নু

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) নির্বাচন করতে এসেছে, ভোট থেকে চলে যাওয়ার জন্য আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেছেন, সব আসনেই নির্বাচন করব। ক্ষমতাসীনদের সঙ্গে ফাইট করব, একটা সিটও প্রত্যাহার করব না। প্রত্যাহারের সুযোগ নেই।

শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকায় বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন জাপা মহাসচিব। শুক্রবার রাতে নির্বাচন নিয়ে সংসদ ভবনে জাতীয় পার্টি আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠক করেন। সে বৈঠক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় মহাসচিব।

জাপা মহাসচিব জানান, ক্ষমতাসীনদের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা হয়েছে।  জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। কোনো জোট-মহাজোটের সুযোগ নেই, এসবে আস্থা বিশ্বাস নেই। সব আসনেই নির্বাচন করব।  কৌশল  প্রসঙ্গে বলেন, ‘আমার কৌশল সবগুলো কি প্রকাশ করব? এটা কি কেউ করে?’

চুন্ন আর বলেন, আমরা দৃষ্টান্ত রাখতে চাই। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। ভোটকে সুষ্ঠু করতে দুই দলই প্রয়োজনে মাঝেমধ্যে বসব। ভোটের আগ পর্যন্ত ক্ষমতাসীনদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর