পঞ্চগড়ের আমলাহার ডিগ্রী কলেজে দু’টি হত্যা মামলার আসামি জ্যোতিষ চন্দ্র রায়কে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নিয়োগ কার্যক্রমে ঘাপলা করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকায়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সচেতন মহলে বিরাজ করছে ক্ষোভ।
জানা গেছে, কলেজটিতে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য দুই দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সব মিলে ১১ জন প্রার্থী আবেদন করেন। স্থানীয়দের অভিযোগ, আবেদনকারীদের মধ্যে নীতিমালা বহির্ভূতভাবে ৫ জন প্রার্থীর নাম বাদ দেওয়া হয়। বাকি ৫ জনকে রাখা হয় ‘প্রক্সি’ দেওয়ার জন্য। প্রার্থীদের আবেদন বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে সে অভিযোগ আমলে নেয়নি কর্তৃপক্ষ। শুক্রবার সকালে এ পদের নিয়োগ পরীক্ষা হয়। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়োগের যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে।
এদিকে পরীক্ষায় ৫ জন অংশ নেন। এদের মধ্যে অকৃতকার্য হন চার অধ্যক্ষ। পাশ করেন কেবল উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায়। পরে তাকে চুড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করে নিয়োগ বোর্ড। এ বিষয় নিশ্চিত করেন কলেজের সভাপতি।
এ বিষয়ে জানতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমো চন্দ্র রায়ে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। গভর্নিং বডি সভাপতি নরেশ চন্দ্র রায় জানান, উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায় ও চারজন অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। এতে জ্যোতিষ চন্দ্র রায় সর্বোচ নম্বর পেলে তাকে নিয়োগের সুপারিশ করা হয়। মামলায় তাকে আদালত অব্যাহতি দিয়েছে। আমরা সেটার অপেক্ষায় এতদিন ছিলাম।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে