পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচির সুচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, দেবোত্তর রক্তদান সংঘ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দফতর। এদিনে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রশাসনের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম,আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সেখানে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে উপজেলা অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। এদিকে উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করেছে।
বিডি/এএইচ/এমকে