লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নারী-শিশুসহ ৬১ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩

ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিবাসীদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে এসেছিল। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ আশঙ্কা প্রকাশ করেছে। খবর  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার আইওএম বলেছে, প্রায় ৮৬ জন যাত্রী নিয়ে জুওয়ারা শহর ছেড়েছিল নৌকাটি। যাত্রাপথে উচ্চ ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। ২৫ জন জীবিত ব্যক্তিকে লিবিয়ার একটি আটক কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় চলতি বছরে হাজার ২০০ জনেরও বেশি মানুষ মানুষ ডুবে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে বিবিসি বলছে, লিবিয়া উপকূল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের কাছে প্রধান প্রস্থান পয়েন্টগুলোর মধ্যে অন্যতম একটি পয়েন্ট। ধরনের দুর্ঘটনা লিবিয়ার রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে। উন্নত জীবনযাত্রীর আশায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে অভিবাসীদের একটা অংশ।

 

বিডি/আই/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর