মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ ‘ আসনের মধ্যে জাতীয় পার্টিকে ২৬টিসহ ১৪ দলের শরীকদের মোট ৩২টি আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ বিষয় জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব ও মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া জানান, তাদের দল নির্বাচনে ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। বাকিগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন করবেন।
বিডি/আরডি/এমকে