রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩

আইএমএফ-এডিবির ঋণ আসায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।

মুখপাত্র জানান, আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার এডিরির (এশীয় উন্নয়ন ব্যাংক) ঋণের ৪০ কোটি ডলার গত বৃহস্পতিবার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। এ ঋণ পাওয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার য়েছে। আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-) অনুযায়ী, খরচ করার মতো ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার রিজার্ভ আছে এখন।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর