ক্রিকেটে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার (১৭ ডিসেম্বর) ফাইনাল খেলা হয়।
এবারের এ টুর্নামেন্টে শুধু শিরোপাই জেতেনি যুবারা, গ্রুপ পর্বেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশে। আর সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে যুবারা। ওদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আসে সংযুক্ত আরব আমিরাত।
ফাইনাল ম্যাচে আশিকুর রহমান শিবলির ব্যক্তিগত দুর্দান্ত সেঞ্চুরিতে দলীয় ২৮২ রান সংগ্রহ গড়ে বাংলাদেশ। মাঠে আগে ব্যাট করতে নামা যুবারা পরে বোলিংয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে কাঁপিয়েছে। ফলে ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগারা। জুনিয়র টাইগারদের বেধে দেওয়া ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে আরব আমিরাত গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে।
ব্যাটিংয়ে বড় সংগ্রহের পর বল হাতে গতি আর সুইংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন রোহানাত দৌলা বর্ষণ-মারুফ মৃধারা। বর্ষণ নিয়েছেন তিন উইকেট আর দুই উইকেট নিয়েছেন আরেক পেসার ইকবাল হোসাইন ইমন।
বিডি/এস/এমকে