মন্তব্য
দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরায় চারটি আসন মিলে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকালে মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। ফলে সাতক্ষীরায় এ চার আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলু ও জাকের পাটির মো. খোরশেদ আলম; সাতক্ষীরা-২ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ওয়ার্কার্স পাটির মো. তৌহিদুর রহমান এবং জাকের পাটির শেখ ইফতেখার আল মামুন; সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে মাসুদা খানম মেধা।
বিডি/কিশোর কুমার/সি/এমকে