আঘাতের প্রতিশোধ নেব : মিমি

১৯ মার্চ ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।

রোড শোতে অংশ নিয়ে এ নায়িকা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব। যারা কাজ করেছেন, তারা এবারও নির্বাচনে জিতবেন। যারা দল ছেড়েছেন তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।’

মমতা ব্যানার্জীকে যারা কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেন মিমি। তিনি স্পষ্ট করেন, এই প্রতিশোধের অর্থ দাঙ্গা নয়, ‘প্রতিশোধ’ অর্থে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন মিমি।

জি নিউজ


মন্তব্য
জেলার খবর