দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারেন, শান্তিতে থাকতে পারেন- সেজন্য দরকারি সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (১৭ ডিসেম্বর) নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় বিষয়টি জানান তিনি। সব জায়গায় নির্বাচনের পরিবেশ খুব ভালো বলেও জানান এ সময় মো. আলমগীর।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, খুব শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে এ কমিশনার জানান, এ ব্যাপারে ইসি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন, তখনই সেনাবাহিনী আসবে।
বিডি/এন/এমকে