পারিবারিক কলহে গৃহবধুর আত্মহনন

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩

পারিবারিক কলহের জের ধরে বিষপান করে  প্রীতিলতা ঘোষ (২২) নামে এক গৃহবধু আত্মহনন করেছে। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে তার স্বামীর বাড়ি সাতক্ষীরার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রীতিলতা পাটকেলঘটা থানার রাজেন্দ্রপুর গ্রামের মৃত  প্রতাপ কুমার ঘোষের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

প্রীতিলতার পরিবার সুত্রে জানা যায়, বছর পাঁচেক আগে পারুলিয়া এলাকায় বিয়ে হয় প্রীতিলতার। ইদানিং স্বামীর পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। রোববার  সকালে পুনরায় কলেহের সৃষ্টি হয়। পরে তিনি ঘরে বিষপান করেন। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, আত্মহত্যার বিষয়টি তিনি শুনেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে, সেটি তার জানা নেই। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদ হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর