স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রানের বড় ব্যবধানে সিরিজের প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। অসিদের ছুঁড়ে দেওয়া ৪৫০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে মাঠে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান। ফলে চতুর্থ দিনের ম্যাচেই পরাজয় বরণ করতে হয়েছে টিম পাকিস্তানকে।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্রেফ উড়ে গেল অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল। স্পিনার নাথান লিঁওর মাইলফলক স্পর্শ করা ম্যাচে পার্থ টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অসিদের ছুঁড়ে দেওয়া ৪৫০ রানের টার্গেটে চতুর্থ দিন মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এ নিয়ে টানা ১৫ টেস্ট হারলো পাকিস্তান।
এ ম্যাচে ৫ উইকেট নিয়ে টেস্ট ফরম্যাটে ৫শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ার লিঁও। ৫শ উইকেট শিকার করা বোলাদের মধ্যে তিনি এখন বিশ্বের অষ্টম ও অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১৬ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান যোগ করে অস্ট্রেলিয়া। ওদিকে অসিরা ৮ উইকেট হাতে নিয়ে এগিয়ে ছিল ৩৫৫ রানে। উসমান খাজা ৩৪ ও স্টিভেন স্মিথ ৪৩ রানে অপরাজিত ছিলেন।
অঘটন ঘরে রোববার (১৭ ডিস্মেবর) ম্যাচের চতুর্থ দিনে। স্মিথকে ৪৫ রানে বিদায় করেন পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ। এরপর উইকেটে এসে বেশি সময় টিকতে পারেননি ট্রাভিস হেড। ১৪ রান করে পেসার আমির জামালের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ১০৭ রানে চতুর্থ উইকেট পতনের পর মিচেল মার্শের সঙ্গে খাজার সাথে জুটি বাঁধেন। ১২৯ বল খেলে ১২৬ রান সংগ্রহ করে এ জুটি। ১৯০ বল খেলে ৯টি চারে ৯০ রান সংগ্রহের পর আউট হয়ে যান খাজা। পাকিস্তানকে ৪৫০ রানের টার্গেট বেধে দিয়ে ৫ উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
টার্গেটে খেলতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ৫ম উইকেটের যখন পতন হয়, তখন তাদের দলীয় সংগ্রহ মাত্র ৫৬। পিচে যেন দাঁড়াতেই দেওয়া হয়নি পাকি টপ অডারকে। আব্দুল্লাহ শফিককে ২, ইমাম উল হককে ১০ ও সরফরাজ আহমেদকে ৪ রানে আউট করেন মিচেল স্টার্ক।
দলকে টেনে তোলা তো দুরের কথা, আশা জাগাতেও পারেনি পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ২ রানে হশ হ্যাজেলউডের শিকার হন তিনি। আর বাবর আজমকে ১৪ রানে শিকার করেন প্যাট কামিন্স। এতে ৩০.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় পাকিস্তান। সৌদ শাকিল সর্বোচ্চ ২৪ রান করেন।
এদিকে লিঁওর আগে টেস্টে ৫শ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, ইংল্যান্ডের জেমস এন্ডারসন-স্টুয়ার্ট ব্রড, ওয়েস্ট ইন্ডিজের কর্টনি ওয়ালশ এবং ভারতের অনিল কুম্বলে।
বিডি/এস/এমকে