null
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এ ক্ষেত্রে অবশ্যই তাদের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলতে হবে।
এদিকে দেশের নিবন্ধিত ৪৪ দলের মধ্যে বিএনপিসহ ১৫ রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিসহ ১৫ দল বলছে, দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। নিরপেক্ষ ও নির্দলীয় তথা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দফায় দফায় হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে তারা।
ওদিকে তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৮ দিন নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা। ৭ জানুয়ারি হবে ভোট। তার আগে ৫ জানুয়ারি সকাল ৮টার মধ্যে প্রচারণা বন্ধ করে দিতে হবে প্রার্থীদের।
বিডি/এন/এমকে