পুলিশের হাতে নির্যাতন হলে ব্যবস্থা নেবো: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩

পুলিশ জনগনের প্রকৃত বন্ধু। আমরা ডিজিটাল বাংলাদেশের পুলিশ। আমার জেলা পুলিশের দ্বারা কোন নির্যাতন হলে আমি ব্যবস্থা নেবো। আমি কাজে বিশ্বাসী। আপনারা সবাই আমাকে  সহযোগিতা করুন, যাতে জনবান্ধব জেলা পুলিশ গড়তে পারি আমি।

সোমবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার বলেন, আপনাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। আমার বিরুদ্ধে  কোন নেগেটিভ কিছু লেখার আগে একটু সুযোগ দিবেন, আমি যাতে শুধরাতে পারি। আমি নিঃস্বার্থভাবে সাতক্ষীরায়  কাজ করতে এসেছি। আপনার আমাকে সহযোগিতা করুন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- সাতক্ষীরায় প্রেসক্লাবের সাবেক সভাপতি কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদে, সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান,  ভোরের কাগজের মশিউর রহমান ফিরোজ, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জী, আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী, চ্যানেল ২৪ আমিনা বিলকিস ময়না, নিউজ ২৪ মনিরুল ইসলাম মনি, বনিক বার্তার গোলাম সরোয়ার, মানবকন্ঠের অসীম বরুন চক্রবর্তী প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) আমিনুর রহমান (ডিএসবি)  আতিকুল ইসলাম,জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ,জেলা পুলিশের  বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরীর,টি আই শ্যামল অধিকারী প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর