মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের আওতায় ৭ দিনব্যাপী ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে ৮ম ও ৯ম শ্রেণির দশটা বিষয়ে বিষয়ভিত্তিক ৪৮২ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকছেন ৩০ জন।
এদিকে প্রশিক্ষণ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী।
বিডি/এএইচ/সি/এমকে