আটঘরিয়ায় নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের  আওতায় ৭ দিনব্যাপী  নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে ৮ম ৯ম শ্রেণির দশটা বিষয়ে বিষয়ভিত্তিক ৪৮২ জন শিক্ষককে প্রশিক্ষণ  দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকছেন ৩০ জন।

এদিকে প্রশিক্ষণ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী।

বিডি/এএইচ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর