২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার আগামী ২৭ ডিসেম্বর ঘোষণা করবে আওয়ামী লীগ। সোমবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তথ্য জানান  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে জোট ইস্যুতেও কথা বলেন ওবায়দুল কাদের। জানান, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি। তাই জোট করার প্রয়োজনীয়তা নেই।

তিনি জানান, জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। এটা নির্বাচনী কৌশল আমাদের। তবে বিএনপি নির্বাচনে আসলে এ কৌশল ভিন্ন হতো।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর হযরত শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে নির্বাচনের প্রথম জনসভা করবেন শেখ হাসিনা।

১৪ দলীয় জোটের নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, জাতীয় পার্টির জন্য ২৬ আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। শরিক দলের বাকি প্রার্থীরা ছয় আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন। ২৬৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে। ১৪ দলসহ নৌকা প্রতীকে থাকছেন ২৭০ জন।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর